চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
কুমিল্লার চৌদ্দগ্রামে মায়ের সাথে অভিমান করে লিজা আক্তার (১৪) নামের এক মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিন্তু কি কারনে মারা গেছে তার বিস্তারিত কারণ জানা না গেলেও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মায়ের সাথে অভিমান করেই লিজা আত্বহত্যার পথ বেছে নেয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।