আলমগীর হোসেন,দাউদকান্দি :–
শুক্রবার বিকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় মুরাদনগর উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চান্দিনা উপজেলা। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি (বাফুফে) বাদল রায়, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইউসুফ জামিল বাবু, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ পারুল আক্তার। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগার, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু ছালাম মিয়া প্রমূখ। খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।