শাহ মো. নুরুল আলম,লাকসাম:–
কুমিল্লার লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়কে গত দুই দিনে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে মোবাইল কোটের মাধ্যমে বেশ ক’টি যানবাহনকে অর্থ দন্ড দিয়েছে।
জানা যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত দুই দিনে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলম ও সহকারী কমিশনার (ভূমি) আয়েশা হক পৃথক পৃথক ভাবে শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩টি যানবাহনকে বিভিন্ন ধারায় ১৩ হাজার ৪’শ ৫০ টাকা অর্থ দন্ড দিয়েছে। এছাড়া ২০টি যানবাহনকে আইনমেনে প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখায় ধন্যবাদ দেন মোবাইল কোর্ট পরিচালনাকারী ভ্রাম্যমান আদালতের ওই দুই কর্মকর্তা।
এ দিকে পৌর শহরের বিভিন্ন সড়কে যানবাহনে মোবাইল কোর্টের খবর পেয়ে বহু যানবাহন নিয়ে চালকরা পালিয়ে যায় এবং অনেকেই রাস্তায় নামেনি।