মুরাদনগরে ৬ দিনেও খুজেঁ পাওয়া যাচ্ছে না দাখিল পরীক্ষার্থী আনোয়ারকে

মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি :–

কুমিল্লার মুরাদনগর উপজেলার জানঘর নুরীয়া হাফেজিয়া মাদরাসার আবাসিক ছাত্র ও ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদরাসা থেকে আসন্ন দাখিল পরীক্ষার্থী আনোয়ার হোসেন (১৪) কে ৬ দিনেও খুজেঁ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আনোয়ার মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের দাদন মিয়ার ছেলে। গত ৯ নভেম্বর রোববার বেলা অনুমান ২টায় তার খালাতো ভাই খাইরুল ইসলামকে সাথে নিয়ে নাস্তা আনতে গিয়ে সে নিখোঁজ হয়। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, মুখমন্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে চেক লুঙ্গি ও গায়ে ছিল হাফ হাতা সাদা গোল গলা গেঞ্জি। ঘটনার পর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আনোয়ারের জন্য তার মা-বাবা, ভাই-বোন পাগল প্রায়। তারা অজানা আতংকে কেঁেদ কেঁেদ বুক ভাসিয়ে দিন কাটাচ্ছেন। মাদরাসার শিক্ষকমন্ডলী ও সহপাঠিরাও তার চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ আনোয়ার হোসেনের সন্ধান পেলে ০১৮২৯-৬০২৯৮১ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা সোহেল রানা গত ১২ নভেম্বর বুধবার মুরাদনগর থানায় একটি জিডি করেন (যার নং-৫৭৭)। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, ছাত্র নিখোঁজ হওয়ার বিষয়টি বিভিন্ন স্থানে অবহিত করা হয়েছে। সন্ধান পাওয়ার পর নিখোঁজের রহস্য বলা যাবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply