মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার জানঘর নুরীয়া হাফেজিয়া মাদরাসার আবাসিক ছাত্র ও ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদরাসা থেকে আসন্ন দাখিল পরীক্ষার্থী আনোয়ার হোসেন (১৪) কে ৬ দিনেও খুজেঁ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আনোয়ার মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের দাদন মিয়ার ছেলে। গত ৯ নভেম্বর রোববার বেলা অনুমান ২টায় তার খালাতো ভাই খাইরুল ইসলামকে সাথে নিয়ে নাস্তা আনতে গিয়ে সে নিখোঁজ হয়। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, মুখমন্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে চেক লুঙ্গি ও গায়ে ছিল হাফ হাতা সাদা গোল গলা গেঞ্জি। ঘটনার পর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আনোয়ারের জন্য তার মা-বাবা, ভাই-বোন পাগল প্রায়। তারা অজানা আতংকে কেঁেদ কেঁেদ বুক ভাসিয়ে দিন কাটাচ্ছেন। মাদরাসার শিক্ষকমন্ডলী ও সহপাঠিরাও তার চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ আনোয়ার হোসেনের সন্ধান পেলে ০১৮২৯-৬০২৯৮১ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা সোহেল রানা গত ১২ নভেম্বর বুধবার মুরাদনগর থানায় একটি জিডি করেন (যার নং-৫৭৭)। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, ছাত্র নিখোঁজ হওয়ার বিষয়টি বিভিন্ন স্থানে অবহিত করা হয়েছে। সন্ধান পাওয়ার পর নিখোঁজের রহস্য বলা যাবে।