মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ইউনিয়নের মকলিশপুওে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার প্রফেসর এ.বি.এম. আবদুল মজিদ ফাউন্ডেশানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এ ক্যাম্পে গবীর ও দুস্থ রোগীদের বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে ঢাকা ও কুমিল্লা থেকে ৩০জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
ডা: নিয়াজ টি পারভীনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আ: মান্নান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম মাষ্টার, সামসুল আলম মজনু, বোরহান উদ্দিন, নজরুল ইসলাম, জামাল মিয়া প্রমুখ।