আলমগীর হোসেন,দাউদকান্দি :–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮০০ পিছ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর একটি ফ্যাক্স থেকে ১হাজার ৮’শ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি
মাদক ব্যবসায়ী ওসমান হায়দার ওরফে আরমান (২৭) কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার বালুচর গ্রামের নুরুল আলমের ছেলে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।