মোঃ ইসমাইল হোসেন,মেঘনা প্রতিনিধি :–
কুমিল্লার মেঘনা উপজেলায় পঁচা ও বাসি খাবার বিক্রয়ের জন্য ৪ ব্যক্তিকে জরিমান করেছে মোবাইল কোর্ট। মেঘনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হকের নেতৃত্বে আজ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। যে ৪ ব্যক্তিদের জরিমানা করা হয়, তারা হচ্ছে চন্দনপুর গ্রামের সৌরভ আলীর ছেলে রমিজউদ্দিনকে পাঁচ হাজার টাকা, শিবনগর গ্রামের আক্রামআলীর ছেলে বজলুর রশীদকে এক হাজার টাকা, শিবনগর গ্রামের ছলিমউদ্দিনের ছেলে মোঃ মনিরকে এক হাজার টাকা, চন্দনপুর গ্রামের সাজেদুলের ছেলে মোঃ জুয়েলকে এক হাজার টাকা।