কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইংরেজী বিভাগের “গেট টুগেদার পার্টি” অনুষ্ঠিত

আকবর হোসেন:–

বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইংরেজী বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীর উদ্যোগে গেট টুগেদার পার্টি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ১ম বর্ষ ফাইনাল পরীক্ষা শেষে ও সকল ছাত্রছাত্রী আনন্দ উপভোগ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, মাজহারুল হক, মাহবুব শামস্, জোবায়েদা নুর খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করে ইংরেজী বিভাগের ছাত্র ইলিয়াছ হোসেন। অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের পরিচিতি ও আলোচনা সভার উপস্থাপনায় ছিলেন ইংরেজী বিভাগের ছাত্র নারায়ন বনিক সূর্য ও ছাত্রী রেজওয়ান পারভীন নিলয়। আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্যের পর বক্তব্য রাখে ইংরেজী বিভাগের ছাত্রী ইসমাত জাহান ইতু ও ছাত্র মনিরুল ইসলাম। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ ইংরেজী বিভাগের ছাত্র আরিফ মোর্শেদ খান ও ছাত্রী তাহমিনা আক্তার পিংকির উপস্থাপনায় গান পরিবেশন করে ইংরেজী বিভাগের ছাত্র সোহেল রানা, আলাউদ্দিন, নাজমুল আলম, আরিফ, নিলয়, ইংরেজী বিভাগের নতুন বর্ষের ছাত্র কাজী আনোয়ার হোসেন সহ আরো অনেকে। এছাড়াও অনুষ্ঠানে কবিতা, দেশের গান, কৌতুক, অভিনয় ও নাচ পরিবেশন করেন ইংরেজী বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ। এ অনুষ্ঠানে ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ যোগদান করেন। অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন ইংরেজী বিভাগের ছাত্র কামাল, নজরুল, নোমান, জামাল, স্বাক্ষর, জয়, উজ্জ্বল, মনির, আতিক, সাদ্দাম, ছাত্রী আইভি, শারমিন, জুই, স্বর্ণা, আয়েশা, নিশি, তুহিন, মুন্নি সহ ইংরেজী বিভাগের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন। তিনি বলেন ইংরেজী বিভাগের ছাত্র-ছাত্রীরা যদি এরকম অনুষ্ঠানের আয়োজন করে তাহলে ইনকোর্স পরীক্ষায় তাদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলে মন সতেজ থাকে, ফলে আনন্দ উল্লাস নিয়ে লেখাপড়ার মনোনিবেশ করা সহজ হয়। অনুষ্ঠান শেষে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার প্রদান করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply