মো.জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাড়াতাইয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেকের স্ত্রী, বুড়িচং উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওবায়দুল হক লিটন ও বুড়িচং উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দীনের মাতা মোসাঃ জোহরা বেগম (৬০) মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নানিল্লাহী —-রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ১২ নভেম্বর বাদ জোহর খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ্র গ্রহন করেন সাবেক এমপি অধ্যাক্ষ মোঃ ইউনুস, আ’লীগ নেতা ব্যারিষ্টার সোহরাব খাঁন চৌধূরী, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এড. মাহাবুবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।