কুমিল্লাওয়েব ডেস্ক :–
গ্রাহকদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে কুমিল্লা অঞ্চলে ‘মোবাইল সার্ভিস ক্যারাভান’ চালু করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
বছর জুড়ে চারটি ক্যারাভান ২০১৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত কুমিল্লা, নোয়াখালি, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর ও দাউদকান্দিতে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে। গ্রাহক সেবা নিশ্চিত করা এবং সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এ উদ্যোগটি নিয়েছে রবি।
ক্যারাভানগুলোর মাধ্যমে গ্রাহকদের সিম প্রতিস্থাপন, ইজি লোড, নতুন সিম (প্রি-পেইড ও পোস্ট পেইড) বিক্রি, উইন ব্যাক অফার, পোস্ট পেইড বিল প্রদান, ইন্টারনেট সংযোগ, আরসিপিএস, এফএনএফ অ্যান্ড পার্টনার নাম্বার সেটিং, ডাটা বান্ডল, সিপি সার্ভিস প্রদান এবং গ্রাকদের সমস্যার সমাধান ও তাদের সাথে সরাসরি যোগাযোগ করবে রবি।