নাজমুল করিম ফারুক, তিতাস :–
কুমিল্লার তিতাসে দিনব্যাপী এইচআইভি এইডস প্রতিরোধে গণ্যমান্য ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলার কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মফিজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের সহকারী পরিচালক কাম প্রোগ্রাম ম্যানেজার ডাঃ ছাইদুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরীফুল ইসলাম, কুমিল্লা স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মোসলেউদ্দিন ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন প্রধান। উক্ত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাশেম সরকার, আবদুল ওহাব ভূঁইয়া, সফিকুল ইসলাম, আবুল কাশেম, শাহ আলম, রত্মা আক্তার, মমতাজ বেগম, পিয়ারা বেগম ও ইউপি সচিব মিজানুর রহমান প্রমূখ।