সাধন সাহা জয়: নবীনগর :–
জাতীয় বিপ্লব ও সংসতি দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির কার্যালয়ে মিছিল ও সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এমপি কাজী মো: আনোয়ার হোসেন অবৈধভাবে তৃণমূল বিএনপির নেতৃবৃন্দকে বাদ দিয়ে অগঠনতান্ত্রিক উপায়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি করায় তীব্র প্রতিবাদ করেন এবং অবিলম্বে অবৈধ কমিটি বাতিলের দাবী জানান।
নেতৃবৃন্দরা আরও বলেন, যারা কমিটির দায়িত্ব নেয় তারা বিএনপির জাতীয় কর্মসূচী পালন করে নাই। এই অবৈধ কমিটি বাতিলের জন্য আগামী ২০ নভেম্বর বৃহৎ কর্মসূচী দেয়া হবে বলে সাংবাদিকদের জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর প্রশাসক ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মলাই মিয়া, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দেনু, আবদুস সাত্তার, হাবিবুর রহমান হেলাল, মো: ইদ্রিস, নজরুল ইসলাম, আসাদুজ্জামাল, দুলাল, বাহার, খসরু, ওমর ফারুক প্রমুখ।