আলমগীর হোসেন,দাউদকান্দি :—
আজ শনিবার সকাল ১১টায় দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমানকে বিদায়ী সংবধর্না দেওয়া হয়। দাউদকান্দি টোলপ্লাজা মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এশিয়ান ট্্রাফিক টেকনোলজি লিমিটেড এর পরিচালক মঞ্জুরুল কাদের, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু ছালাম মিয়া, দাউদকান্দি হাইওয়ে থানার নবাগত ওসি জুবায়েদ আলম, দাউদকান্দি টোলপ্লাজার ইনচার্জ আরাফাত হোসেন জন, নিরাপদ সড়ক চাই এর কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান পাপ্পু। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আলী হোসেন বাবুল, রাশেদুল ইসলাম লিপু, নুরুল আমিন মিয়াজী, মোঃ দ্বীন ইসলাম রাজু, জসিম উদ্দিন জয়, মোঃ রুহুল আমিন ও মোঃ মনিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী ওসি মোঃ মিজানুর রহমানকে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।