এবিএম আতিকুর রহমান বাশার :–
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেবিদ্বারের অবসরপ্রাপ্ত নায়েব মরহুম সুজাত আলী’র কুলখানীর অনুষ্ঠান পরিনত হয়েছে সচিব, ডিসি, এসপি, জজ, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের মিলন মেলায়।
শুক্রবার দিনব্যাপী দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অবসরপ্রাপ্ত নায়েব মরহুম সুজাত আলী’র কূলখানীতে উপস্থিত ছিলেন, মরহুমের ৪পুত্র লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার ও জেনেভায় জাতি সংঘ সদর দপ্তর সমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল মান্নান ইলিয়াস, বাংলাদেশ নৌ-বাহিনীর সিনিয়র ফিন্যান্স কন্ট্রোলার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, এজি অফিসের সুপারিনটেনডেন্ট খোরশেদ আলম, কণ্যা নার্গিস আক্তার, মরহুম সুজাত আলীর পুত্রবধু মৎস, পশু ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়’র সচিব ড. সেলিনা আফরুজ। এছাড়াও জ্বালানী মন্ত্রনালয়’র যুগ্ম-সচিব কাজী নাজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়’র যুগ্ম-সচিব আ,স,ম, এমদাদুদ দস্তগীর, প্রবাসী কল্যান মন্ত্রনালয়’র যুগ্ম-সচিব গোলাম মোস্তফা, মৎস মন্ত্রনালয়’র যুগ্ম-সচিব মোঃ সফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ হোসনেয়ারা আক্তার লাভলী, মুক্তিযুদ্ধ চলাকালে বিশেষ গেরিলা বাহিনীর বৃহত্তর কুমিল্লা জেলা কমান্ডার এবং বর্তমান কুমিল্লা জেলা পরিষদ’র প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, রাজউক’র সদস্য আব্দুল হাই, সাবেক যুগ্ম- সচিব মোঃ আলী আহাম্মদ সরকার, হাইওয়ে পুলিশ সুপার কুমিল্লা জোন পূর্বাঞ্চল (এসপি) পিপিএম সেবা মোঃ রেজাউল করিম(রেজা), টেক্স কমিশনার মোঃ বোরহান উদ্দিন, বস ট্যাঙ্ক লিঃ’র নির্বাহী পরিচালক মামুন সিদ্দিকী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’র সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিনুল ইসলাম সরকার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) হাটহাজারী আবু কাউছার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সামাদ, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেন চৌধূরী, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ কর, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অনিল ঠাকুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক কুমিল্লা উত্তর জেলা ন্যাপ সভাপতি মোস্তাকুর রহমান ফুল মিয়া, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, বদিউল আলম মানিক মোল্লা, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হাসেম, সুপ্রিম কোর্টের আইন জীবী এডভোকেট মোখলেছুর রহমান, বাংলাদেশ ষ্ট্যানোগ্রাফিকস সমিতির চেয়ারম্যান মোঃ ইব্রাহীম, প্রবীন রাজনীতিবিদ মোঃ সিরাজুল ইসলাম, ন্যাপ কুমিল্লা জেলা সহ- সভাপতি সফিকুল রহমান সিকদার, আ’লীগ দেবিদ্বার উপজেলা সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, উদীচী শিল্পী গোষ্ঠী দেবিদ্বার শাখা সভাপতি মোসলেহ উদ্দিন মিছির মাষ্টার, আ’লীগ দেবীদ্বার উপজেলা যুগ্ম সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঞা, বিশিষ্ট শিক্ষাবিদ রঞ্জিত পাল, উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুমসহ বিভিন্ন মন্ত্রনালয়’র উর্ধতন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সরকারী- বেসরকারী কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন পেশার লোকজন।
উল্লেখ্য গত সোমবার সকাল সোয়া ১০টায় বার্ধক্যজনিত কারনে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর।