ঢাকা :–
জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে বীরত্বে দেখানোর পর আবারও হারানো সিংহাসন ফিরে পেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারকে পেছনে ফেলে আবারও টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করলেন সাকিব।
আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, টেস্টের শুরুতে র্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে ছিলেন সাকিব। খুলনা টেস্টে প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর বল হাতে দুই ইনিংসে ১০ উইকেট নেয়ার পর এক লাফে সাকিবের রেটিং পয়েন্ট ৪১৯-এ দাঁড়ায়। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট ৩৫৭। ৩৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার।