কুভিক প্রতিনিধি:—
শুক্রবার সকাল ৭ টায় কুমিল্লা টমছমব্রীজ থেকে কোটবাড়ী রোডের মাঝামাঝি স্থান দৌলতপুর মিলস মাঠে আয়োজিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আবাসিক ছাত্র বনাম স্থানীয় ছাত্রদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে ৩-১ গোলে স্থানীয়রা জয়ী হয়। খেলার প্রথম আর্ধে আবাসিক দলের পক্ষে মওলানা ইউসুফ একটি গোল করলে আবাসিক দল এগিয়ে থাকলে পরক্ষণে স্থানীয় দলের খেলোয়াড়রা ৩ গোল করে চমক লাগিয়ে দেয়। আবাসিক দলের পক্ষে খেলেন বিল্লাল হোসেন,আকবর হোসেন,হাবিবুর রহমান,নাজমুল হাছান,মেহেদী হাসান,আজিম উল্যাহ হানিফসহ ১১ জন। আর স্থানীয়দের পক্ষে খেলেন রানা,হাসান,আবদুল কাদের জিলানী, রাসেলসহ ১১ জন। উল্লেখ্য যে আগামী ২১ নভেম্বর শুক্রবার পরবর্তী ম্যাচ রেপরিসহ কাপের পুরুষ্কারে দুই পক্ষ লড়াই করবে বলে জানা গেছে।