কুমিল্লা প্রতিনিধি :—
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে ও আটক নেতাদের মুক্তির দাবিতে দলটির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কমিয়ে কুমিল্লায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে কুমিল্লা মহানগর জামায়াত এ সিদ্ধান্ত নিয়েছে।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ সাংবাদিকদেরকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের অনুরোধে ৪৮ ঘণ্টার হরতাল কমিয়ে কুমিল্লার জন্য বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।