—মো. আলী আশরাফ খান
তুমি জন্মে যখন পৃথিবীর প্রথম আলো দেখেছিলে
তখন আমি তোমার পাশেই ছিলাম।
তুমি যখন প্রথম হাঁটতে যেয়ে হোচট খেয়ে পরে যেতে
আমি-ই ধরে ছিলাম তখন তোমার হাত ।
তোমার জীবন গঠন ও উন্নয়নে যত রকম রশদ প্রয়োজন
আমি আমি-ই তোমাকে তা শিখিয়ে ছিলাম।
তোমার শিক্ষা-দীক্ষা, উপার্জনসহ যে কোন গুরুত্বপূর্ণ কাজ
আমায় ব্যতীত কোন দিনও সম্পন্ন হয়নি।
তুমি এখন অনেক টাকাওয়ালা, আছে তোমার যশ-খ্যাতি
তোমাকে ঘিরে আজ আনন্দ উৎসবের নেই কমতি,
বহু নামি দামি মানুষের পদচারণায় মুখরিত তোমার প্রাঙ্গণ
যা দেখে আমি আনন্দে উদ্বেলিত-চুপিসারে হাসি।
তুমি কি লক্ষ্য করেছো, তোমার কর্মকা- পাল্টে যাচ্ছে
তুমি দ্রুতগতিতে চলছো অজানা বাঁকা পথে?
সত্যি-সত্যিই এখন তোমার চলন-বলনে আমি বিস্মিত!
বাকশক্তি হারিয়ে যেন আমি এক নিয়ন্ত্রণহীন যন্ত্র।
হায়রে ভাগ্য আমার! আজ আমি ভাবছি শুধুই ভাবছি,
যারে আমি হাত ধরে জীবনের অনেকটা পথ
নিয়ে এলাম ধীরে ধীরে আলো থেকে আরো আলোর দিকে
সে আমায় ভুল বুঝে বার বার চায় বাঁকা চোখে!
আমি আর এই দৃশ্য দেখতে চাই না- প্রার্থনা ¯্রষ্টার তরে
আমি যারপরনাই লজ্জিত কাঁদি অন্ধকার নিরবে।
মনে রেখ-তুমি মনে রেখো, তবুও আমি আছি ছায়ার মত
আমি ছিলাম, আছি, থাকবো তোমার পাশে।
মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ:০৫-১১-১৪