সাধন সাহা জয়: নবীনগর :–
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সদর পৌর বাজারে অবস্থিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ীদের নিয়ে সোমবার সন্ধ্যায় ব্যাংকের অফিসকক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
‘সেবা মাসের চেতনা, বারো মাসের প্রেরণা’ এই শ্লোগানে আল-আরাফাহ্ ব্যাংকের সেবা মাস উপলক্ষে গ্রাহকদের সাথে আলোচনা সভার মাধ্যমে ফিতা কেটে সেবা মাসের সেবা দানের উদ্ভোধন করেন নবীনগর নারায়নপুর ডিএস ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকিং সেবা গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য আগামী ০১ থেকে ৩০ নভেম্বর ২০১৪ পর্যন্ত চলবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি ব্যবস্থাপক মনিরুল ইসলাম, জিপি ইনচার্জ মো: আরিফুল জামান, সূরসম্রাট ওস্তাদ আলাউদ্দীনখাঁ কলেজের প্রভাষক মো: ইকবাল আহম্মেদ সরকার প্রমুখ।
আলোচনা সভায় অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।