বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম :–
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের কেন্দ্রিয় নেতা মোঃ কামরুজ্জামানের আপিলের রায় ঘোষনাকে কেন্দ্র করে চৌদ্দগ্রামে পুলিশ এবং বিজিবির সাথে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। রায় ঘোষনার পরপরই সকাল ১০.৪০ মিনিটে চৌদ্দগ্রাম বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করলে পূর্ব থেকেই বাজারে অবস্থান নেওয়া পুলিশ এবং বিজিবির সদস্যরা মিছিল লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় শিবির কর্মীরা ৮-১০টি ককটেলের বিষ্পোরন ঘটিয়ে পিছু হটে। পরে পুলিশ শিবির কর্মী সন্দেহে বাজার থেকে তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারকৃতদের পরিচয় এখনো জানা যায়নি।
সকাল থেকেই চৌদ্দগ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নজরদারি। ৫ মিনিট পর পর পুলিশ এবং বিজিবি সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছে। রায় ঘোষনার সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উপজেলা নির্বাহী অফিসারকেও দেখা যায়। বর্তমানে এখনো চৌদ্দগ্রাম উপজেলার পরিস্থিতি থমথমে।