সাধন সাহা জয়: নবীনগর :–
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে এক ৭ মাসের গর্ভবতী গৃহবধুর উপর হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ওই গর্ভবতী গৃহবধুর মামা শশুড় হাজী তমিজ উদ্দিন (৬০) এর সাথে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে ১৯ অক্টোবর দুপুরে মামা শশুরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গর্ভবতী গৃহবধুর বড়ীতে অতর্কীত হামলা করে, এবং তাকে মারধর করে ঘরের ভিতরে সবধরনের জিনিস ভাঙচুর করে ও নগদ ৫০ হাজার টাকা, রঙ্গীন টেলিভিশন, স্বর্ণ অলংকার সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বধূ পুরান শ্রীরামপুর পূর্ব পাড়ার আবু কাউছারের স্ত্রী নাজমা বেগম (২৫)। ২১ অক্টোবর গর্ভবতী গৃহবধু একই গ্রামের হাজী তমিজ উদ্দিনকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ওই গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে মোবারক মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে।