চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:–
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাও: মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারী আলী আহসান মো: মুজাহিদ সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহ মো: মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মো: মাহফুজুর রহমান, কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারী আমজাদ হোসেন রোমন, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম মানিক, উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আবদুল হালিম, সেক্রেটারী আবুল হাসেম, উপজেলা উত্তর শিবির সেক্রেটারী রবিউল হোসেন মিলন প্রমুখ। বিক্ষোব মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলার মিয়াবাজারে অনুষ্ঠিত হয়।
এছাড়া রবিবারের হরতালের সমর্থনে চৌদ্দগ্রাম বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে মিছিল এবং পিকেটিং করেছে উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। কোথাও পুলিশের সাথে কোন ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। সম্পূর্ন শাস্তিপূর্ণভাবেই পালিত হয়েছে টানা ৭২ ঘন্টার হরতালের ২য় দিন।