ঢাকা :–
চীনের পিএলএ নৌবাহিনীর কমান্ডার (প্রধান)এডমিরাল উ শেংলী এর আমন্ত্রণে ছয়দিনের রাষ্ট্রীয় সফর শেষে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব গত শনিবার রাতে দেশে ফিরেছেন।
সফরকালে নৌবাহিনী প্রধান চীনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক ¯¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি চীনের এলভি শান নেভাল বেজ, ডালিয়ান নেভাল একাডেমি এবং নৌবাহিনীর জন্য নির্মাণাধীন করভেট ও সাবমেরিন এর কাজের অগ্রগতি পর্যবেক্ষণের নিমিত্তে জাহাজ নির্মাণকারী স্থাপনা ও শিপইয়ার্ড পরিদর্শন করেন। নৌবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চীনে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান সস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ ঢাকা ত্যাগ করেন।