আকবর হোসেন: —
রবিবার মনোহরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় ৬জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা মোরশেদ, উপজেলা মৎস্য অফিসার উম্মূল ফারা বেগম তাজকিরা, সহকারী মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম সহ আরো অনেকে। সারাদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ৬ জন কর্মী হলো বিপ্লব চন্দ্র বর্মন, আবুল হাসান, সাইফুল ইসলাম, বাদল রবি দাস,আকবর হোসেন, আনোয়ার হোসেন মিজী। আগামী ৬ নভেম্বর থেকে এই ৬ জন কর্মী ১ মাস বাড়ি বাড়ি গিয়ে জেলেদের সনাক্তকরণ সহ পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে সমস্ত তথ্য সংগ্রহ করবেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে উপজেলা মৎস্য অফিসার কর্মীদের হাতে যাবতীয় সরঞ্জামাদী তুলে দেন।