চট্টগ্রাম :–
বাংলাদেশ নৌবাহিনীর বিএন ফ্লোটিলার এন্টি স্মাগলিং দল বৃহস্পতিবার চট্টগ্রাম বহিঃনোঙ্গরের অদূরে টহলদানকালে ফৌজদারহাট সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি বোটকে সন্দেহজনক গতিবিধির জন্য ধাওয়া করে। নৌবাহিনী টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুতগামী বোটটির মাঝিরা বোটটি তীরে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে নৌবাহিনী টহলদল বোটটি তল্লাশী করে অবৈধভাবে বহনকৃত বিদেশী বিভিন্ন ব্রান্ডের ৩৪৮৫ বোতল মদ ও বিয়ার জব্দ করে। বোটসহ জব্দকৃত অবৈধ মদের আনুমানিক মূল্য প্রায় ৫৪ লক্ষ টাকা।
উল্লেখ্য, নৌবাহিনীর এন্টি স্মগলিং সেলের সদস্যদের দ্বারা পরিচালিত নিয়মিত এ অভিযানের ফলে চট্টগ্রামের বহিঃনোঙ্গরসহ আশেপাশের এলাকাগুলোতে অবৈধ অনুপ্রবেশ, ডাকাতি, চোরাচালান ও মানবপাচার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।