চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি :–
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অন্যায় রায় দেয়ার প্রতিবাদে ডাকা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের হায়দারপুল, চিওড়া, বাতিসা, মিরশান্নী ও মিয়াবাজারে মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। পৃথকভাবে মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের উপজেলা আমীর সাহাব উদ্দিন, সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, পৌর আমীর মাহফুজুর রহমান, উপজেলা প্রচার সম্পাদক বেলাল হোসাইন, জেলা শিবির সেক্রেটারী আমজাদ হোসাইন রুমন, ছাত্রকল্যাণ সম্পাদক আবদুল কাইয়ুম মানিক, চৌদ্দগ্রাম উপজেলা সদর সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী, পৌর সভাপতি জোবায়ের মাসুম, উপজেলা সদর সেক্রেটারী কফিল উদ্দিন, উত্তর সেক্রেটারী রবিউল করিম মিলন, দক্ষিণ সেক্রেটারী জাহিদুল হক, জামায়াত নেতা মোশারফ হোসেন ওপেল, কলেজ শিবির নেতা সাইফুল ইসলাম, জাহাঙ্গীর প্রমুখ।
এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সরকারের ইশারায় সম্পূর্ণ রাজনৈতিকভাবে হেয় করতেই মানবতাবিরোধী অপরাধের নামে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অন্যায় রায় দেয়া হচ্ছে। অবিলম্বে^ এসব হীন কর্মকান্ড বন্ধ না হলে দূর্বার আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন ঘটনা হবে বলেও হুশিয়ারী করেন তারা।