পবিত্র আশুরা উপলক্ষে খাগালিয়া দরবার শরীফে ১০ দিন ব্যাপী শোকানুষ্ঠান শুরু হয়েছে

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর:–

১লা মহরম হতে ১০ মহরম পর্যন্ত নাসিরনগর উপজেলার খাগালিয়া মোল্লা বাড়ি দরবার শরীফ মুনতাজির মাহ্দী (আঃ ফাঃ)তে পবিত্র আশুরার শোকানুষ্ঠান শুরু হয়েছে। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র আশুরার শোকানুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথ ভাবে বাস্তবায়ণে শোকানুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও মুরিদানগণকে অংশগ্রহন করার জন্য দরবার শরীফের খাদেম পীরজাদা এনায়েত হোসেন মোল্লা অনুরোধ জানিয়েছেন।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply