আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর:–
১লা মহরম হতে ১০ মহরম পর্যন্ত নাসিরনগর উপজেলার খাগালিয়া মোল্লা বাড়ি দরবার শরীফ মুনতাজির মাহ্দী (আঃ ফাঃ)তে পবিত্র আশুরার শোকানুষ্ঠান শুরু হয়েছে। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র আশুরার শোকানুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথ ভাবে বাস্তবায়ণে শোকানুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও মুরিদানগণকে অংশগ্রহন করার জন্য দরবার শরীফের খাদেম পীরজাদা এনায়েত হোসেন মোল্লা অনুরোধ জানিয়েছেন।