আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে চান্দিনা উপজেলা জামায়েতের আমীর সহ ৩ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আজ বুধবার দুপুর আড়াই টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে নাশকতার চেষ্ঠাকালে চান্দিনা উপজেলা জামায়েতের আমীর সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চান্দিনা উপজেলা জামায়েতের আমীর ও উপজেলার সাতাদ্দা গ্রামের জয়নাল আবেদীন মজুমদারের পুত্র আঃ আলিম মজুমদার (৪৫), চান্দিনার মাইজখার ইউনিয়ন জামায়েতের রোকন ও আঃ আউয়ালের পুত্র মোঃ আবুল বাশার (৪৩) ও একই উপজেলার জামায়েত কর্মী ও বায়েরা গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র মোঃ ফজলুল হক (৪৩)। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।