মোঃ জামাল উদ্দিন দুলাল :–
মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বারে ৪জন জুয়াড়ীকে ১৪দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দাউদ হোসেন চৌধুরী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক(এস.আই) মোঃ সাইদুর রহমান ও এএসআই হারুন অর রশিদ এর নেতৃত্বে একদল পুলিশ দেবিদ্বার থানা সংলগ্ন পুরান বাজার এলাকা থেকে জুয়া খেলার সময় ০৪ জুয়াড়ী কে হাতেনাতে আটক করে। এরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার থানা সদরের রৌশন আলীর ছেলে (১) মোঃ আরিফুল ইসলাম, (২) নসু মিয়ার ছেলে মাইনুদ্দিন, (৩) মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ বিল্লাল হোসেন, (৪) মৃত আবুল হোসেনের ছেলে মোঃ নজরুল ইসলাম। আসামীদেরকে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করিলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব দাউদ হোসেন চৌধুরী তাদেরকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।