স্টাফ রিপোর্টার :–
সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা স্বর্ণপদক ২০১৪ এর মনোনীত হয়েছে দর্পণ সমাজ উন্নয় কেন্দ্রের নির্বাহী পরিচালক মো: মাহবুব মোর্শেদ। আগামী ৫ নভেম্বর ঢাকার শাহবাগে পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হলে শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে শেরে বাংলার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও শেরে বাংলা স্বর্ণপদক ২০১৪ প্রদান অনুষ্ঠানে মো: মাহবুব মোর্শেদ এর হাতে এ পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান এবং শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।
এর আগে সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য ঈশ্বরন্দ্র বিদ্যা সাগর স্বর্ণপদক ২০১৪ পেয়েছিলেন দর্পণ সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক, কুমিল্লা দর্পণ এর সম্পাদক ও প্রকাশক, দর্পণ অনলাইন টিভির ব্যবস্থাপনা পরিচালক মো: মাহবুব মোর্শেদ। ঢাকাস্থ মৈত্রী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি মো: মাহবুব মোর্শেদ এর হাতে এ পদক তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মিজানুর রহমান। এ্যাডভোকেট হোসনেআরা লুৎফা (ডালিয়া) এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মো: সাখায়াত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠন স্মৃতিতে ৭১ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস,এম এনামুল হক লতিফ, সাধারন সম্পাদক মো: সাঈদুল হক মিঠু, মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: তাসিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিমুখী খান (রীণো) প্রমুখ।