মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.বি.এম জাকির হোসেন বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
সারা দেশের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২৫ অক্টোবর শনিবার কুমিল্লা, বগুড়া, খুলনা ও ঢাকা কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৮৭ জন ভোটারের মধ্যে ৪৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে ৩৪টি পদের মধ্যে আমিনুল হক-শাহজাহান কবির প্যানেলের সহ-সভাপতি কে.বি.এম জাকির হোসেন (প্রাপ্ত ভোট ২৩৬) ও সাধারণ সম্পাদক শাহজাহান কবিরসহ ২৯টি পদ ও সাখাওয়াত-জিয়া প্যানেল সভাপতি সাখাওয়াত হোসেনসহ ৫টি পদে জয়লাভ করেন।