লাকসাম প্রতিনিধি :–
২৫ অক্টবর কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৯নং উত্তর হাওলা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহেল(২৫)লাকসাম থেকে তার ব্যবসায়িক কাজ সম্পন্ন করে খিলা বাজারে যাওয়ার পথে লাকসাম শান্তা হাসপাতালের ১০০-১৫০ গজ দক্ষিনে নোয়াখালী গামী একটি মালবাহী ট্রাকের সাথে এক পথচারীকে রক্ষা করতে গিয়ে সড়ক দূর্ঘটনার শিকার হন। এতে ছাত্রলীগ নেতা মাথায় ও হাতে প্রচন্ড আঘাত লাগে। এতে ছাত্রলীগ নেতা আহত হলে স্থানীয় জনতা তাকে লাকসাম ফেয়ার হেলথ হাসপাতাল (শান্তা কমপ্লেক্স) ভর্তি করেন।