নিজস্ব প্রতিনিধি :–
দাউদকান্দি উপজেলা হরিপুর গ্রামের মেধাবী ছাত্রী আক্তারী জাহান মুক্তি ১৪-১৫ সালের সদ্য প্রকাশিত ফলাফলে ৬৮.৭৫ পেয়ে জাতীয় মেধা তালিকায় ২৮৮তম স্থান অর্জন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
তার পিতা মো: মোহসীন মিয়া পেশায় একজন ব্যবসায়ী ও মা রাশিদা আক্তার একজন গৃহিণী। মুক্তি এসএসসি ও এইচএসসিতে জিপি-এ ৫ পেয়ে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে এই ফলাফল অর্জন করে তার বাবা-মা’র মুখ উজ্জ্বল করেন। সে একজন খ্যাতনামা ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি সকলের দোয়া চাই; আল্লাহ তায়ালা যেনো আমাকে একজন যোগ্য ডাক্তার হওয়ার ক্ষমতা দান করেন।