চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:–
কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর দায়েরকৃত পৃথক নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্ট থাকায় দুই ব্যক্তিকে জেলে যেতে হয়েছে।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠানো হয়। তারা হলেন; কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে দেলোয়ার হোসেন ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইলিয়াছ হোসেন।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সামছুদ্দিন মোঃ ইলিয়াছ জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলতি বছরে তাদের স্ত্রী পৃথকভাবে মামলা করে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে দীর্ঘদিন তারা পলাতক থাকে। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়’।