মো:মোশারফ হোসেন মনির,মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে গত শুক্রবার রাত নয়টার সময় সি এন জি চালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় চাপিতলা নতুন মসজিদের সামনে এলে সি এন জি চালকের চিৎকারে স্থানীয় লোকজন দু’ছিনতাইকারীকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে মুরাদনগর থানা পুলিশে খবরর দিলে মুরাদনগর থানার পরিদর্শক(তদন্ত) বিপুল কুমার ভট্রের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল হতে দু’ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল মুরাদনগর থানার কোড়েরপাড় গ্রামের শাহ আলমের ছেলে আলামিন(২৫) ও আখাউড়া থানার মনিয়ন গ্রামের সফি খানের ছেলে সুমন(৩০)। এ বিষয়ে সিএনজি চালক আলমগীর বাদী হয়ে মুরাদনগর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে।
এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইন চার্জ নাজিম উদ্দিন জানান, গ্রেফতার কৃতদেরকে দ্রুত বিচার আইনের মামলায় কুমিল্লা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।