নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদের তথ্য, পরিকল্পনা ও বাজেট বই প্রণায়নের লক্ষ্যে নারী উন্নয়ন ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সামিহা ফেরদৌসী, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি হানু আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, কোষাধ্যক্ষ ফরিদা ইয়াসমিন, কার্যকরী সদস্য সেলিনা বেগম, রত্মা আক্তার, আয়েশা বেগম, নাছিমা আক্তার, রুবিনা আক্তার, নুরজাহান বেগম প্রমুখ। উপজেলা পরিষদের তথ্য, পরিকল্পনা ও বাজেট বই প্রণায়নের লক্ষ্যে নারী উন্নয়ন ফোরামের মতবিনিময় সভার পূর্বে উপজেলা নারী উন্নয়ন ফোরম এর কার্যকরী কমিটির প্রথম সভা উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা।