আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌর ঈদগাহ থেকে ”সবাই মিলে ঐক্য করি, সড়ক দুঘর্টনা মুক্ত বাংলাদেশ গড়ি” এ স্লোগানে একটি বর্ণ্যাঢ র্যালী বের হয়ে দাউদকান্দি টোলপ্লাজা প্্রদক্ষিন করে। নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার, দাউদকান্দি পৌর মেয়র ভিপি আঃ সাত্তার, আ’লীগ নেতা মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু ছালাম মিয়া, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলার সাধারন সম্পাদক অধ্যাপক মতিন সৈকত, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান পাপ্পু, দাউদকান্দি উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কবি মোঃ আলী আশরাফ খান, দাউদকান্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুল হক, প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, আরাফাত রহমান, এম.এ. ছালাম সরকার, মোঃ শহীদুল উল্লাহ, নাজমুল করিম ফারুক, নুরুল আমিন মিয়াজী, মোঃ রুহুল আমিন, ইব্রাহিম খলিল, দ্বীন ইসলাম রাজু, জসিম উদ্দিন জয়, লিয়াকত আলী, মাওলানা মোঃ ইসমাইল, ফারুক আহমেদ, লোকমান শরীফ বাবু, নাজমুল হাসান মিলু ও ফাতেমা খাতুন প্রমূখ। এছাড়াও উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা র্যালীতে অংশ গ্রহণ করেন।