মোঃ বেলাল হোসাইন :–
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদোহ মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদল সভাপতি তোফায়েল হোসেন জুয়েলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর কমিশনার হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদল সেক্রেটারী আমিনুল ইসলাম ছুট্টু, স্বেচ্ছাসেবক দল সেক্রেটারী গাজী কবির, পৌর যুবদল সেক্রেটারী আকতার হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন বাদল, গাজী শহিদ, ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান, বর্তমান সহ-সভাপতি কাজী রকিব, মাঈন উদ্দিন, এয়াকুব, দেলোয়ার, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক বাহার, তারেক পরিষদের সভাপতি হাসান, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার, তৃণমূল দল সেক্রেটারী আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মির্জা হিরণ, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলে এক সমাবেশে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অপর এক আলোচনা সভায় উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।