মোঃ ইসমাইল হোসেন,মেঘনা :–
কুমিল্লা মেঘনা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মেঘনা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও হাত ধোয়া দিবস ২০০৪ পালনের অংশ হিসেবে চলতি বছর উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের ধারাবাহিকতায় মেঘনা উপজেলা প্রশাসন ও ব্র্যাক এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর সহযোগী সংস্থা সিসিডিএ এর উদ্যেগ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই কর্মসূচীতে অংশ নেয় উপজেলা প্রশাসন ও ব্র্যাক এবং সিসিডি। উপজেলা প্রশাসন ও ব্র্যাক এবং সিসিডি এর উদ্যেগে মেঘনা উপজেলা মিলানায়তে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ সালাম, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আঃ সালাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবু হাশেম ভূইয়া, শারমিন সুলতানা, কুহিনুর বেগম, সায়েরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ভূইয়া, মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রউফ, এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক শিশির রায়, সিসিডিএ এডিও মোঃ মজিবুর রহমান,ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার মোঃ ফারুক মিয়া প্রমুখ।