মোঃ ইসমাইল হোসেন,মেঘনা প্রতিনিধি :–
কুমিল্লা মেঘনা উপজেলার বিনোদপুর গ্রামে বিয়ে বাড়ীতে চাঁদার দাবীতে হামলা করা হয়। সন্ত্রাসীদের হামলায় ৬ জন আহত হয়।
মেঘনা থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিনোদপুর গ্রামের জিলানীর মেয়ের বিয়েতে একই গ্রামের সন্ত্রাসী আলী আকবর ৫০ হাজার টাকা দাবী করে। জিলানী চাঁদা দিতে অস্বীকার করিলে আলী আকবরের সন্ত্রাসী দল বিয়ে বাড়ীর গেইট আসবাবপত্র তছনছ করে ফেলে। সন্ত্রাসীদের বাধা দেয়ায় ঘটনারস্থলে ৬ জন গুরুতর আহত হয়। আহতরা চিকিৎসা শেষে গতকাল মেঘনা থানাতে মামলা দায়ের করে। পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।