সাধন সাহা জয়: নবীনগর :–
ব্রাহ্মবাড়িয়া নবীনগর উপজেলায় রবিবার রাতে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে এসআই মাখন লাল রায়ের নেতৃত্বে নবীনগর সহ বিভিন্ন জেলার ওয়ারেন্টের আসামী ১০ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার সদর কান্দীর গ্রামের ওবায়দুল্লাহর ছেলে মো: কাদির মিয়া(৩৫), ফারুক মিয়ার ছেলে কাজল মিয়া(৪২), বশির মিয়ার ছেলে সিদ্দিক মিয়া(৩৮), বিল্লাল মিয়ার ছেলে আ: কাইয়ুম মিয়া(৪০), নবীনগর উপজেলার পৌর সভার বিজয় পাড়ার ফরিদ মিয়ার ছেলে কানু মিয়া(৩৫), চড় গোসাই খোলার দারু মিয়ার ছেলে মো: সাদেক মিয়া(৪২), আ: আহাদ মিয়ার ছেলে হিল্লাল মিয়া(২৭), আ: মিয়ার ছেলে তাহের মিয়া(৪৫), দানেজ মিয়ার ছেলে নরুল ইসলাম(৫৫),মাহফুজ মিয়ার ছেলে মো: সাগর মিয়া(২৮)।
আসামিদের সবাইকে আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরন করা হয়।