বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম :–
কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার রাতে বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১’শ ১০ বোতল ফেনসিডিল, ৩৬ বোতল বিয়া, এক কেজি গাঁজা উদ্ধার ও ১০পিচ ইয়াবাসহ বাবুল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে। আটক বাবুল মিয়া পৌর এলাকার সেনেরখিল গ্রামের আবদুল ওহাবের ছেলে।
জানা গেছে, শনিবার রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার সেনেরখিল এলাকায় মুক্তি ব্রিকস্ ফিল্ডের সামনে থেকে ১০পিচ ইয়াবাসহ বাবুল মিয়াকে আটক করেন থানার এসআই ইব্রাহিম মিয়া। গতকাল রোববার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
অপরদিকে সাতঘাড়িয়া সীমান্তফাঁড়ির নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি এলাকা থেকে ১’শ বোতল ফেনসিডিল ও ৩৬ বোতল বিয়ার আটক করে। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।