কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাথে আমার (জাহিদুর রহমান, দৈনিক সংবাদ) কোন সম্পৃক্ততা নেই। গত রবিবার উক্ত ইউনিয়নের কথিত নির্বাচনে আমাকে নির্বাহী সদস্যভূক্ত করে ২৫ সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে (বাচ্চু বকাউল সভাপতি-জাকারিয়া মানিক সাধারণ সম্পাদক) এ বিষয়ে আমি কোনভাবেই অবগত নই এবং এ ধরণের নির্বাচনের বিষয়টি আমার জানা নেই। উক্ত সংগঠনের গঠনতন্ত্র বা রেজিস্ট্রেশন আছে কি-না তাও আমার জানা নাই। এ ধরণের একটি সংগঠনে আমার অজান্তে কথিত নির্বাহী কমিটিতে নির্বাচনের নামে আমাকে অন্তর্ভূক্ত করে কমিটি প্রচার হাস্যকর বিষয়। তাই সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, গত রোববার নির্বাচন দেখিয়ে সোমবার স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত কমিটিতে আমার নাম মনগড়াভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
—-প্রেস বিজ্ঞপ্তি
