তিতাস প্রতিনিধি :–
কুমিল্লার তিতাসে বাড়ীর উঠনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় উপজেলার কলাকান্দি গ্রামের উক্ত ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাকান্দি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আঃ বাতেন ভূঁইয়া ও তাঁর আপন ভাই মোস্তাক আহম্মেদ ভূঁইয়ার পরিবারের মধ্যে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজনার এক পর্যায়ে দা’এর আঘাতে আব্দুল বাতেন চেয়ারম্যানের ছেলে সজিব আহম্মেদ এবং তাঁর স্ত্রী সুরিয়া বেগম মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে তিতাস থানার এএসআই ইব্রাহিম খলিল ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।