কুমিল্লাওয়েব ডেস্ক :–
বাংলাদেশে সফররত শ্রীলঙ্কা সেনাবহিনীর কমান্ডার লেফটেন্যান্টে জেনারেল আর এম ডি রাতনায়েকে (Commander of the Sri Lanka Army Lt Gen R M D Rathnayake, WWV, RWP, RSP, USP, ndu, psc) আজ রবিবার বনানীস্থ নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে শ্রীলঙ্কা সেনাবহিনীর কমান্ডার নৌ প্রধানের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং পার¯পারিক কুশল বিনিময় ও পেশাগত বিষয়ে মত বিনিময় করেন। এ সময় নৌ সদর দপ্তরের পিএসওগন এবং উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন তাদের স্বাগত জানান। এর আগে তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।