সাধন সাহা জয়: নবীনগর :–
ব্রাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলায় শনিবার রাতে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে এএসআই, পেয়ার আহম্মেদ এর নেতৃত্বে ওয়ারেন্টের আসামী সহ ৬ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হচ্ছে থোল্লাকান্দি গ্রামের নরুল ইসলামের ছেলে জালাল মিয়া(২৭), পাক বাঙ্গরা গ্রামের মো: শফিক মিয়ার ছেলে রাজিব মিয়া(২৯), সিতারাম পুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মিজান মিয়া(৩৪), কাঠালিয়া গ্রামের সরাফত আলীর ছেলে জামাল মিয়া(৩৫), বিটঘর গ্রামের মো: মন মিয়ার ছেলে আমির হোসেন(২২), জয়কালিপুরের আজগর আলীর ছেলে আলেকজান হোসেন(৩১)।
আসামিদের কাছ থেকে গাঁজা সহ বিভিন্ন মাদ্রকদব্য পাওয়া যায়, আজ রাবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরন করা হয়।