মো: মোশারফ হোসেন মনির,মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের দরিকান্দি এলাকায় গোমতি নদী থেকে রবিবার দুপুরে হাত পা বাধা অজ্ঞাত(৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজিম উদ্দিন জানান, উপজেলার দরিকান্দি এলাকায় গোমতী নদীতে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। হাত পা বাধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে।