মো.জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকা থেকে শনিবার সকালে নাজমূল হাছান নামে এক জেএসসি পরীক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে সিএনজি ছিনতাই করতেই এই হত্যাকান্ড ঘটিয়েছে দূর্বৃত্তরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের মোঃ আবদুর রবের পুত্র বড় গোবিন্দপুর আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মোঃ নাজমূল হাছান (১৪) নিজের লেখা পড়া খরচ যোগাতে প্রতি শুক্রবার তার বড় ভাইয়ের সিএনজি অটো রিক্সা চালাতো। সে অনুযায়ী শুক্রবার জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষে তার বড় ভাইয়ের সিএনজি নিয়ে অর্থ উপার্জনের জন্য রাস্তায় বেড়িয়ে পরে। সন্ধ্যা ঘনিয়ে আসলেও নাজমুল বাড়ীতে না ফেরায় পরিবারের সদস্যদের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করতে থাকে।
পরিবারের সদস্যরা সিএনজি ষ্ট্যান্ড, আত্মিয় স্বজনের বাড়ী ও বিভিন্ন এলাকায় অনেক রাত পর্যন্ত খোজা খুজি করে। এদিকে গতকাল শনিবার ভোর সাড়ে ৬ টায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই-পিহর সড়কের কোরপাই এলাকায় মেশিন ঘরের পিছনে জমির আইলে একটি গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয় এক কৃষক। মূহৃর্তের মধ্যে লাশের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ৩ কিঃ মিঃ দূরে নাজমূল হাছানের বাড়ীতে এ খবর যায়। পরে নাজমূলের পরিবার ঘটানাস্থলে পৌঁছে নিহতের লাশ সনাক্ত করে। কিন্তু তার সাথে থাকা সিএনজিটির কোন হদিস মেলেনি। খবর পেয়ে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। পুলিশ এবং পরিবারে সদস্যদের ধারনা নাজমূল হাছানের কাছ থেকে সিএনজিটিকে ছিনিয়ে নেয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে। নিহত নাজমূল হাছান পরিবারের ৫ ভাইয়ের মধ্যে ২য়। সে আগামী ২ নভেম্বর জেএসসি পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।