দেবিদ্বার প্রতিনিধি :–
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের মোঃ মোস্তফা কামাল এর ছেলে আল-আমিন(২২) একজন মাদক সেবী। সে মাদক সেবন করিয়া প্রায় এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম সহ পরিবারের লোকজনদের মাদকের টাকার জন্য মারধর করিতেছে মর্মে তথ্যের ভিত্তিতে দেবিদ্বার থানার এস আই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার ইউসুফপুর গ্রাম হইতে আসামী আল-আমিন কে তাহার পিতা-মাতার সহায়তায় মাদক সেবন করা অবস্থায় হাতে নাতে আটক করেন। আসামী আল-আমিন কে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করিলে সে স্বেচ্ছায় তাহার দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে মাদক সেবন করিবে না বলিয়া জানায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব দাউদ হোসেন চৌধুরী তাহাকে ০৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে।