বেলাল হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
বৃহস্পতিবার বিকাল ৩.১৫ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের হায়দারপুল নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী বাস(ঢাকা জ-১৪-০০৩৪) এবং চট্রগ্রামগামী মালবাহী ট্রাক (নোয়াখালী ট-১৬-০২২৯) মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। এতে আহত হয় ১০ জন। আহতদের স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে আসে। এদের মধ্যে আহত ০৬ জনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বাসটি ঘটনাস্থলেই ধুমড়ে মুছড়ে যায়।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সুত্রে জানা যায়, দুর্ঘটনায় বাসযাত্রী রংপুর জেলার ফিরোজ (১৮) নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয় এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়।